মুম্বই: সব ঠিকঠাক থাকলে আগামী বছর ঈদে আসতে চলেছে অক্ষয় কুমার ও সলমন খানের নতুন ছবি নিয়ে। কিন্তু ঈদ মানেই ভাইজানের ছবি। তবে ২০২০ সালের ঈদে ভাইজানের ফ্যানেরা তাদের প্রিয় ভাইজান-কে সিনেমার পর্দাতে যে দেখতে পাবে না এমনটা ভাবার কোনও কারণ নেই।
সঞ্জয় লীলা বনসালী পরিচালিত ‘ইনশাআল্লা’ ছবির মুক্তি খুব বেশী দেরি নেই যেখানে বহুদিন পর ফের দেখা যাবে সলমান-বনসালী জুটিকে। আর একই সঙ্গে অক্ষয় কুমার ২০২০ সালে জুনে তার নতুন সিনেমা ‘লক্ষ্মী বম্ব’ এর মুক্তির দিন ঘোষণা করেছেন। যেখানে তিনি জুটি বেঁধেছেন কিয়ারা আদবানির সঙ্গে।
ভাইজানের ফ্যানেরা তাঁর করা টুইট দেখে আরও আগ্রহী হয়ে ওঠে কারণ সলমন লিখেছেন, “ইতনা মাত সোচনা মেরে বারে মে, দিল মে আতা হু অর ঈদ পেভি৷” সলমনের ফ্যানেরা আশা করে রয়েছে ঈদে হয়তো ভাইজান ২০১৪ সালের সুপারহিট সিনেমা ‘কিক’ এর সিকুয়েল ‘কিক ২’ নিয়ে আসবেন। কেননা তাঁর করা এই টুইটটি ‘কিক’ এ তাঁরই একটি সংলাপের অনুকরনে লেখা যেখানে তিনি বলেছিলেন ‘দিল মে আতা হু দিমাগ মে নেহি’৷
সকল সম্ভবনা যদি সত্যি হয় তাহলে কয়েক মাস আগের সলমন এবং অক্ষয়ে মধ্যের লড়াই নিয়ে যে গুজব রটেছিল তা যে আবার ও মাথাচাড়া দিয়ে উঠবে সে বিষয়ে সন্দেহ নেই। অক্ষয় রাঘভ লরেন্স পরিচালিত নতুন ছবি ‘লক্ষ্মী বম্ব’ এর মুক্তির দিন ঘোষণা করেছেন ২০২০ সালের ২২মে কিন্তু ভাইজানের ক্যাম্প থেকে তাঁর আগামী ছবি মুক্তির ব্যাপারে এখনও কোনও খবর পাওয়া যায়নি।
রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ যেখানে অক্ষয় কুমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন৷ সেটির মুক্তিও ইনশাআল্লার তারিখের সঙ্গে একদিনে হওয়াতে ‘ইনশাআল্লা’ ছবির মুক্তির দিন পিছতে হয় কেন না রোহিত আগে থেকেই মুক্তির দিন ঘোষণা করে দিয়েছিলেন।