
প্রায় গোটা বিশ্বে থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা, মানব জাতী আজ অসহায় তবে এতদিন এই বিপদ থেকে মুক্ত ছিলো বন্য প্রাণীরা কিন্তু রবিবার এক ব্যতিক্রমী ঘটনা সামনে এসেছে যা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে চিকিৎসক ও বিজ্ঞানী দের |
নিউইয়র্ক এই এক চিড়িয়াখানায় এক বাঘ বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলো, হচ্ছিলো শ্বাস কষ্ট অবশেষে পরীক্ষা করে জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে covid 19, সাথে সাথে বাঘ টা কে আলাদা করে তার চিকিৎসা শুরু করে চিড়িয়াখানা কতৃপক্ষ | এখন তার অবস্থা স্থিতিশীল আশা করা যায় দ্রুত সুস্থ হয়ে উঠবে বাঘটি |পরে তদন্ত করে জানা যায় যে ব্যক্তি বাঘটা কে রোজ খেটে দিতো সে করোনায় আক্রান্ত ছিলো এবং সম্ভবত সেখান থেকেই বাঘের শরীরে সংক্রমন |
ঘটনা সামনের আসতেই নড়ে চড়ে বসে আমেরিকা তথা সারা বিশ্বের চিড়িয়াখানা গুলি তার সাথে বিশেষ নজরদাড়ি চলছে রিসার্ভ ফরেস্ট গুলিতে এমন কি মুক্ত অরণ্যেও প্রাণীদের গতি বিধির উপর লক্ষ্য রাখছে বিভিন্ন দেশের সরকার ও প্রশাসন |উদ্দেশ্য একটাই প্রানী কুল এই ভাইরাস থেকে কতটা নিরাপদ বা আদৌ কি তাদের মধ্যে বা তাদের মাধ্যমে মানুষের আরো ক্ষতি করতে পারে এই ভাইরাস তা নির্ণয় করা |
ভারতের সব চিড়িয়াখানা ও সংরক্ষিত বনাঞ্চল বন্ধ করে দেয়া হয়েছে গত সতেরই মার্চ থেকে |আপাতত আমেরিকার মতো কোনো ঘটনা এ দেশের কোথাও ঘটেনি তবে সাবধান ও সতর্ক রয়েছে সংশ্লিষ্ট দপ্তর | চলছে গভীর পর্যবেক্ষন |