রিয়া চক্রবর্তীর সমর্থনে পথে নামলো কংগ্রেস
গতকাল প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে এক ব্যতিক্রমী মিছিল দেখলো রাজ্য বাসি|চিত্রাভিনেত্রী ও সুশান্ত সিং রাজ পুতের প্রাক্তন বান্ধবীর গ্রেপ্তারির প্রতিবাদে ও সুবিচারের দাবীতে পথে নামলো প্রদেশ কংগ্রেস|এদিন বিধান ভবন থেকে মিছিল শুরু হয়|পরে পুলিশের হস্তক্ষেপে অবশ্য তা গন্তব্যে পৌঁছানোর আগেই শেষ হয়|কলকাতা ছাড়াও এই কর্মসূচি পালিত হয় কিছু জেলায়|একদিকে যেমন মহারাষ্ট্রর রাজ নীতি উত্তাল হয়ে উঠেছে রিয়া চক্রবর্তীর গ্রেপ্তারির পর একের পর এক ঘটনাকে কেন্দ্র করে তেমনই মনে করা হচ্ছে এই ঘটনা থেকে বিহার নির্বাচনে ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি|
মূলত বাংলার সেন্টিমেন্ট কে ব্যবহার করে জন সমর্থন জোটানোই কংগ্রেসের প্রধান লখ্য বলে মনে করছে রাজনৈতিক মহল|প্রসঙ্গত উল্লেখ্য অন্যান্য অভিযোগ থাকা সত্ত্বেও মূলত মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রিয়া|মহারাষ্ট্র সরকার রিয়াকে আড়াল করছে এমন অভিযোগও উঠে আসে|
সম্প্রতি কংগ্রেসের রাজ্য সভাপতির পদে পুনরায় নির্বাচিত হয়েছেন অধীর চৌধুরী|আগামী দিনে রিয়া চক্রবর্তী কে কেন্দ্র করে আর কি রাজনৈতিক পদক্ষেপ নেয় দল সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারন মানুষের|