সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর গতকালনিজের দল ঘোষণা করলেন জেপি নাড্ডা|নবনির্মিত কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে স্থান পেয়েছেন তৃণমূল ছেড়ে আসা মুকুল রায়|দলে তার গুরুত্ব বাড়িয়ে তাকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে এছাড়া সেন্ট্রাল জেনারেল সেক্রেটারি পদে এসেছেন রাজ্য থেকে আরও এক নতুন মুখ অনুপম হাজরা|রাজ্য থেকে কেন্দ্রীয় কমিটি তে এসেছে আরো একে নতুন মুখ, দার্জিলিং এর সাংসদ রাজু বৃষ্ট| রবিবার নতুন সাংগঠনিক তালিকা প্রকাশ করার পর থেকে শুরু হয়েছে জল্পনা|জেনারেল সেক্রেটারির পদ হারিয়েই সংবাদমাধ্যমে মুখ খুলেছেন রাহুল সিনহা| কার্যত নিজের ক্ষোভ ও হতাশা উপরে গিয়ে তিনি বলেছেন দীর্ঘ 40 বছর বিজেপি পড়ার পর তিনি পুরস্কৃত হলেন|বোঝা যাচ্ছে পদ হারিয়ে স্বভাবতই ক্ষুব্ধ রাহুল সিনহা|আগামী দিনে তাঁর কি পরিকল্পনা তা নিয়ে প্রশ্ন করা হলে রাহুলবাবু জানিয়েছেন যা বলার আগামী দশ বারো দিনের মধ্যে বলবেন| বিশেষজ্ঞ মহল মনে করছেন কিছুটা সময় নিয়ে খেলতে চাইছেন রহুল সিংহ| রাজ্য রাজনীতি অলি গলি তে কান পাতলেই শোনা যাচ্ছে তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা, তবে এখনো কার্যত সাসপেন্স বজায় রেখেছেন রাহুল সিনহা|পরিষ্কার করে কিছু বলেননি|অন্যদিকে বাবুল বাবুল সুপ্রিয় নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রতিক্রিয়া দিতে গিয়ে নব নির্বাচিত সদস্য ডঃ অনুপম হাজরা বলেছেন দলে গুরুত্ব বৃদ্ধি হয় তিনি খুশি,কলকাতায় ফিরে তিনি রাহুল বাবু সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন| তবে পুরনো বিজেপি কর্মীরা এবং নেতারা গুরুত্ব এবংপদ হারানোয় কিছুটা বিরক্ত দলের এক অংশ| আগামী দিনে এই ক্ষোভ এবং দ্বিরুক্তি কোন পথে এগোই সে দিকে নজর রাখছে বিশেষজ্ঞ মহল|