সম্প্রতি তৃণমূলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে নানা খবর শোনো যাচ্ছে পাশাপাশি অনেক দিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি-যোগ নিয়ে জল্পনা রয়েছে বিভিন্ন মহলে|
রাজ্য সফরে আসা অমিত শাহ কে সাংবাদিক সম্মেলনে এই দুজনের প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন ” এই দুজন কেনো, তালিকায় আরো অনেকেই রয়েছে “|বোঝাই যাচ্ছে এখনই স্পষ্ট করে কিছু বলতে চান না তিনি|একটি পাল্টা সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের তরফ থেকে সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন|বিজেপির কোনো মুখ নেই হয়তো আগামী দিনে টস করে তাদের সিদ্ধান্ত নিতে হবে|