করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও স্বাস্থ সংক্রান্ত বিধি নিষেধ আপাতত বজায় থাকবে এবং তা পালন করতে হবে কঠোর ভাবে|বুধবার এই সংক্রান্ত একটি মামলায় গুজরাত হাইকোর্ট জানিয়েছে যাঁরা মাস্ক না পরে রাস্তায় বেরোনোর জন্য ধরা পড়বেন, তাঁদের স্থানীয় করোনা কমিউনিটি সেন্টারে পরিষেবা দিতে হবে বা কাজ করতে হবে|আপাতত জরিমানার বদলে এই শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে আদালত|রায়ে বলা হয়েছে পাঁচ থেকে ১৫দিন পর্যন্ত এই ডিউটি করতে হবে অভিযুক্তদের এবং কমপক্ষে ৪-৫ ঘন্টা থাকতে হবে করোনা সেন্টারে|সাফাই, রান্না ও আরো কিছু কাজ করতে হবে শাস্তি হিসেবে|শাস্তির মেয়াদ ও কাজের ধরণ নির্ভর করবে অভিযুক্তর বয়স, লিঙ্গ ও শিক্ষাগত যোগ্যতার উপর|এই রায় নিঃসন্দেহে অভিনব ও ব্যতিক্রমী|