তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়ার পর মঙ্গলবার নন্দীগ্রামে আসেন প্রাক্তন বিধায়ক মন্ত্রী শুভেন্দু অধিকারী|নিজের অনুগামী দের নিয়ে করেন মিছিল ও রোড শো|পরবর্তীতে তার সভায় আসার সময় তার অনুগামী দের আক্রান্ত হওয়ার খবর পেয়ে নন্দীগ্রাম হাসপাতালে যান আহত দের দেখতে|
এদিন বারাকপুরে একটি জন সভায় শাসক দলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘এখনও তো বাসন্তী পুজোটা আসেনি, রামনবমী আসেনি। রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব’।
আজ খবর পাওয়া গেছে শুভেন্দুর ভাই সৌমেন্দু কে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত করা হয়েছে|এনিয়ে ইতিমধ্যে বিরক্তি প্রকাশ করেছেন অধিকারী পরিবারের অন্যতম সদস্য ও সাংসদ দিব্যেন্দু অধিকারী|
সব মিলিয়ে আপাততঅধিকারী পরিবার কে কেন্দ্র করে এই রাজনৈতিক টানাপোড়েনে শরগরম রাজ্য রাজনীতি|আগামী দিনে জল কোন দিকে গড়ায় তার দিকে নজর রয়েছে রাজনৈতিক দল তথা সাধারণ মানুষের|