তৃণমূল সাংসদ শতাব্দী রায় এর দলবদলের জল্পনা ঘিরে আপাতত সরগরম বঙ্গ রাজনীতি|
প্রথমে একটা ফেসবুক পোস্ট। তারপর নিজের মুখেই স্বীকার করে নেওয়া এবং শনিবার বার দিল্লি যাত্রা ও অমিত শাহর সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা|শতাব্দী দলে ধরে রাখতে অবশ্য জোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল নেতৃত্ব|দুপুরে নেত্রীর সাথে দেখা করেন কুনাল ঘোষ পাশাপাশি ফোনে কথা হয় সুদীপ বন্দোপাধ্যায় ও সৌগত রায়ের সাথে|
অন্যদিকে যদিও BJP-তে যোগদানের কথা এখনও সরাসরি বলেননি সাংসদ তবে দলের একাংশর কাজে যে তিনি বেশ ক্ষুব্ধ তা জানিয়েছেন|নিজের ফেসবুক প্রোফাইল থেকে তিনি জানিয়েছেন’ নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি…যদি কোনও সিদ্ধান্ত নিই, শনিবার দুপুর ২টোয় জানাব’|
শতাব্দী রায়ের বেসুরো হয়া নিয়ে এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল|