সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হয়ে গেলো দেবীর পোস্টার লঞ্চ|দেবী মূলত একটি সুপার ন্যাচারাল থ্রিলার|খুব শীঘ্রই এই স্বল্প দৈর্ঘ্যর ছবিটি মুক্তি পাবে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে|দেবী ছবির গল্প মূলত একটি মেয়ের জীবনকে তুলে ধরে যেখানে নানা ঘাতপ্রতিঘাতের মধ্যে দিয়ে মেয়েটিকে এগোতে হয়, তার লড়াই তার জীবনের সংঘর্ষ বেশ সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে|চিত্রনাট্যর পরতে পরতে হয়েছে একাধিক চমক ও সাসপেন্স,গল্পের ন্যারেশনেও রয়েছে নতুনত্বর
ছোঁয়া|তবে গল্পটি কেনো সুপার ন্যাচারাল এবং কিভাবে তা গতানুগতিক সুপার ন্যাচারাল ছবির থেকে আলাদা তা জানতে গেলে দেখতে হবে দেবী তাহলেই পাওয়া যাবে সব উত্তর|দেবী তে অভিনয় করেছেন সুপ্রতিম সাহা, সুস্মিতা মুখার্জি, চন্দ্রানি দাস সহ একাধিক প্রতিভাবান অভিনেতা অভিনেত্রিরা এবং একটি বিশেষ চরিত্রে রয়েছেন স্বয়ং পরিচালক ও অভিনেতা অজিতাভ বরাট|দেবীর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন চিত্রনাট্যকার পলাশ দাস|ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করেছেন সঞ্জয় চৌধুরী ও রবি আগারওয়াল|খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটির ট্রেলার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here