সকালে নেতাজী জয়ন্তী পালনে পথ যাত্রা করে ছিলেন মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, নিজের বক্তব্যে তেইশে জানুয়ারিকে রাষ্ট্রীয় ছুটির দিন ঘোষণা করার আবেদনের পাশাপাশি কলকাতাকে রাজধানীর মর্যাদা দেয়ার দাবী জানান|তবে আচমকা তাল কাটে বিকেলের একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানে|নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। আগেই প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর আগে বক্তব্য রাখতে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান ছিলেন রাজ্য়পাল জগদীপ ধনখড়ও|এই অনুষ্ঠান চলা কালীন দর্শক আসন থেকে আচমকা জয় শ্রী রাম স্লোগান শোনা যায়|এরপর ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন ‘সরকারি অনুষ্ঠানের মর্যাদা রক্ষা করা উচিত। এটি কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। আমি প্রধানমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রকের কাছে কলকাতায় এই অনুষ্ঠান রাখার জন্য কৃতজ্ঞ। কিন্তু, কাউকে ডেকে অপমান করা অশোভন।’ তিনি আর বক্তব্য রাখবেন না বলে জানান এবং এরপর জয় হিন্দ, জয় বাংলা’ স্লোগান দিয়ে পোডিয়াম ছেড়ে চলে যান|এই ঘটনা নিয়ে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে জল ঘোলা হওয়া শুরু হয়|তৃণমূল নেতৃত্ব এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন এবং অরাজনৈতিক সভায় ওই স্লোগানের ও এই মানসিকতার নিন্দা করেছেন|