আজ আবার গোটা দেশ জুড়ে ধর্মঘট পালিত হচ্ছে, দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (CAIT) ডাকে আজ ভারত বনধের ডাক দেওয়া হয়েছে|মূলত জ্বালানির মূল্যবৃদ্ধি, GST ব্যবস্থা পর্যালোচনা, E-Way Bill-সহ একাধিক দাবিতে দেশজুড়ে এই বন্ধ বনধ ডাকা হয়েছে|শুক্রবার এই বনধে অংশ নিচ্ছে অল ইন্ডিয়া FMCG ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ অ্যালুমিনিয়াম ইউটেনসিলস ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, নর্দার্ন ইন্ডিয়া স্পাইসেস ট্রেডার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া কসমেটিক ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া উওমেন এন্টারপ্রনার্স অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া কম্পিউটার ডিলার্স অ্যাসোসিয়েশনস|অন্য দিকে মহারাষ্ট্র ও হরিয়ানার ট্রাক মালিকরাও বনধকে সমর্থন জানিয়েছেন|এখন দেশ জুড়ে এই ধর্মঘট কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার, তবে ভারত বনধের জেরে যান চলাচলে প্রভাব পড়তে পারে এবং কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে আগেই|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here