দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যে পরিবর্তন যাত্রার সূচনা হয়েছিলো আজ মালদায় সেই পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ যোগী আদিত্য নাথ|মালদার গাজোলে একটি বিরাট সভার আয়োজন করা হয়েছে যেখানে আদিত্য নাথ ছাড়াও থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সহ সভাপতি অর্জুন সিং|এবার নির্বাচনে মালদা জেলা দখলে তাই কোমড় বেঁধে নেমেছে পদ্ম শিবির এবং ২৬ এবং ২৯ এপ্রিল মালদা জেলার ১২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ সেক্ষেত্রে যোগী আদিত্য নাথের এই ঝটিকা সফর রাজ্য বিজেপিকে বাড়তি অক্সিজেন জোগাতে পারে বলে মনে করা হচ্ছে|রাজ্যে আসার আগে নিজের অনুভূতি প্রকাশ করে একটি টুইট ও করেছেন যোগী আদিত্য নাথ|