এবার নতুন ১৩ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি যার মধ্যে রয়েছে পঞ্চম দফার তিনটি আসনে, ষষ্ঠ দফার পাঁচটি আসনে, সপ্তম দফার দুটি আসনে ও অষ্টম দফার তিনটি আসন|আসুন দেখে নেয়া যাক কোন কোন আসনে কাকে দাঁড় করাচ্ছে বিজেপি-
কালিম্পং- সুভা প্রধান
দার্জিলিং- নীরজ তামাং জিম্বা (বিধায়ক)
কার্সিয়াং- বিষ্ণুপ্রসাদ শর্মা
করণদিঘি- সুভাষ সিংহ
ইটাহার- অমিতকুমার কুন্ডু
বাগদা- বিশ্বজিৎ দাস (বিধায়ক)
বনগাঁ উত্তর- অশোক কীর্তনিয়া
গাইঘাটা- সুব্রত ঠাকুর
বালুরঘাট- অশোক লাহিড়ী (অর্থনীতিবিদ)
রাসবিহারী- লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহাবহরমপুর- সুব্রত মৈত্র
চৌরঙ্গী- দেবব্রত মাঝি
কাশীপুর বেলগাছিয়া- শিবাজী সিংহ রায়
এর মধ্যে চৌরঙ্গী ও কাশী পুর বেলগাছিয়া নিয়ে কিছু বিতর্ক দেখা দিয়েছিলো তাই অনেকেরই নজর ছিলো ওই দুই কেন্দ্রের দিকে|একদিকে মতুয়াদের ক্ষোভে প্রলেপ দিতে গাইঘাটা কেন্দ্র থেকে সাংসদ শান্তনু ঠাকুরের দাদা মতুয়া মহাসঙ্ঘের অন্যতম সদস্য সুব্রত ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি অন্যদিকে আলিপুরদুয়ারের তুলনায় নিরাপদ আসন বালুরঘাটে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অশোক লাহিড়ীকে|