দেশে কোভিড পরিস্থিতি ‘খুব খুব গম্ভীর’ রূপ নিয়েছে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল মেনে নেন এই কথা|এক লাখের গণ্ডি আগেই পেরিয়েছে৷ এবার নতুন রেকর্ড গড়ল করোনা একদিনে সারা দেশে আক্রান্ত হলেন 1.15 লক্ষ মানুষ|রাজ্য গুলির মধ্যে সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রর অন্যদিকে প্রথম দফার তুলনায় এবার সংক্রমণের গতি আরও বেশি মৃত্যুর হার ও বাড়ছে উল্লেখযোগ্য ভাবে|এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|নতুন করে লক ডাউন হওয়ার সম্ভবনাও একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছেনা|বিশেষজ্ঞদের মতে স্বাস্থ বিধি না মানা এবং একাধিক রাজ্যে ভোটের প্রচার এই হটাৎ কোরোনা গতি বৃদ্ধির জন্যে মূলত দায়ী|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here