রোজনামচা:
শনিবার বাংলার চতুর্থ দফার ভোট । চতুর্থ দফায় পাঁচ জেলার মোট ৪৪টি আসনে ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে,একাধিক উল্লেখযোগ্য কেন্দ্র ও বহু হেভিওয়েট নেতানেত্রী|নজীর বিহীন নিরাপত্তায় হবে ভোট গ্রহণ| কলকাতা ও লাগোয়া এলাকায় থাকছে ১০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হাওড়া কমিশনারেট এলাকায় থাকছে ১০৩ কোম্পানি, হাওড়া গ্রামীণে থাকছে ৩৭ কোম্পানি বাহিনী। এছাড়াও আলিপুরদুয়ারে ৯৯ কোম্পানি।
হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার মতো এই দফায় দক্ষিণবঙ্গের জেলার পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার। চতুর্থ দফার ভোটে থাকছে মোট ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকা গুলির মধ্যে আজ ভোটে যে কেন্দ্র গুলির দিকে সবার নজর থাকবে সেগুলি হলো
সোনারপুর দক্ষিণ
TMC- লাভলি মিত্র
BJP- অঞ্জনা বসু
সংযুক্ত মোর্চা- শুভম বন্দ্যোপাধ্যায়
ভাঙড়
TMC- মহম্মদ রেজাউল করিম
BJP- সৌমি হাতি
সংযুক্ত মোর্চা- নওসাদ সিদ্দিকি
যাদবপুর
TMC- দেবব্রত মজুমদার
বিজেপি- রিঙ্কু নস্কর
সংযুক্ত মোর্চা- সুজন চক্রবর্তী
কসবা
TMC- জাভেদ খান
BJP- ইন্দ্রনীল খান
সংযুক্ত মোর্চা- শতরূপ ঘোষ
সোনারপুর উত্তর
TMC- ফিরদৌসী বেগম
BJP- রঞ্জন বৈদ্য
সংযুক্ত মোর্চা- মোনালিসা সিংহ
টালিগঞ্জ
TMC- অরূপ বিশ্বাস
BJP- বাবুল সুপ্রিয়
সংযুক্ত মোর্চা- দেবদূত ঘোষ
বেহালা পূর্ব
TMC- রত্না চট্টোপাধ্যায়
BJP- পায়েল সরকার
সংযুক্ত মোর্চা- সমিতা হর চৌধুরী
বেহালা পশ্চিম
TMC- পার্থ চট্টোপাধ্যায়
BJP- শ্রাবন্তী ভট্টাচার্য
সংযুক্ত মোর্চা- নিহার ভক্ত