ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছিল ড্রাগ নিয়ামক সংস্থা ডিসিজিআই যা ইতিমধ্যে প্রয়োগ করা শুরু হয়ে গেছে এবার কেন্দ্র সরকার সিদ্ধান্ত অনুসারে তৃতীয় টিকা হিসাবে ভারত পেতে চলেছে স্পুটনিক ভি ৷ রাশিয়ার তৈরি এই ভ্যাকসিন শুধু বাজারে আসার অপেক্ষা৷ এই মুহূর্তে
দ্বিতীয় ঢেউ ভয়াবহ চেহারা নেওয়ায় দেশে ইতিমধ্যে ভ্যাকসিন সঙ্কট তৈরি হয়েছে৷ স্পুটনিক ভি বাজারে এলে ভারতে টিকার চাহিদা অনেকটাই কমবে বলে মত বিশেষজ্ঞদের|রাশিয়ান ভ্যাকসিন নিয়ে নতুন করে আশার দেখতে শুরু করেছে চিকিৎসক থেকে সাধারন মানুষ|