বাংলায় এখনো বাকি চার দফার ভোট যার মধ্যে পঞ্ছম দফার ভোট গ্রহন হবে আগামী কাল। ইতিমধ্যে বেশ কয়েকটি সমিক্ষায় উঠে এসেছে ভোটের ফলাফলের আভাস। কয়েকটি সংবাদ পত্র ও টেলিভিশন চ্যানেলের সমিক্ষায় জানা গেছে শাসক দল তৃণমূলই খমতায় আসতে চলেছে তৃতীয়বারের জন্য ।
তাৎপর্য পূর্ণ ভাবে সবকটি সমিক্ষায় একটি বিষয় কমন তা হল সংযুক্ত ফ্রন্ট সফল হচ্ছেনা অন্তত তাদের খমতায় আসার কোন সম্ভবনা নেই।এবার একটি চাঞ্চল্যকর সমিক্ষা রিপোর্ট প্রকাশ্যে এলো সোশ্যাল মিডিয়া সুত্রে যেখানে বিজেপি অনেকটাই এগিয়ে আছে বাকিদের থেকে।যদিও এই সমিক্ষার পদ্ধতি বা সুত্র সম্পর্কে অনিশ্চয়তা থেকেই যায়। তবু এই মুহূর্তে এই রিপোর্ট যদি সত্যি হয় তবে রাজ্যে আসতে চলেছে গেরুয়া ঝড়।এমন অনেক সমিক্ষা রিপোর্টই এই মুহূর্তে ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়, ফেসবুক থেকে হোয়াটসআপে অবশ্য ভোটের আগে যে সমিক্ষা গুলি হয় অনেক ক্ষেত্রেই তা মেলেনা। বাংলার ভোটার কি রায় দেয় তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে ২ রা মেয়ে অবধি।