শনিবার নবান্ন থেকে নির্দেশিকা এসে পৌঁছয় পুলিশের কাছে। তারপরেই বিনা মাস্কের পরা পথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রবিবার সকাল এগারোটা থেকে শহরের বিভিন্ন জায়গায় কোমর বেঁধে নেমে পড়ে প্রতিটি থানা।কলকাতা সহ শিলিগুড়ি এবং রাজ্যের অন্যান্য অনেক জায়গাতেই মাস্ক না পড়ায় জরিমানা করার ঘটনা ঘটেছে|কোথাও কোথাও সাধারণ মানুষের সাথে বচসায় জড়াতে দেখা গেছে পুলিশ কর্মীদের|সব মিলিয়ে গ্রেপ্তার শতাধিক|আগামী দিনেও চলবে এই ধরপাকর|আপাতত নবান্নর নির্দেশে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে কঠোর মনোভাব নিয়ে চলবে রাজ্য সরকার|লক্ষ্য একটাই কোরোনা গ্রাফ কে নিম্ন মুখী করা|