কোরোনার সুনামি আছড়ে পড়েছে ভারতে|প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা এই পরিস্থিতিতে কয়েক দিন আগে ভার্চুয়ালি সেনার তিন বাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাজনাথ সিংহ|এবার দেশের সেনা প্রধান জানিয়েছেন মহামারী মোকাবিলায় সেনাবাহিনী সমস্ত চেষ্টা করছে। সেনা হাসপাতাল থেকে শুরু করে চিকিৎসকরা এই দুর্দিনে দেশের সাধারণ নাগরিকদের পাশে রয়েছেন। গত কাল প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং এর পরে সেনার তরফ থেকে জানানো হয়েছে সেনাপ্রধান তাঁকে জানান যে, সেনা হাসপাতালগুলিতে করোনা চিকিৎসা করা হচ্ছে। এ বার নিকটবর্তী সেনা হাসপাতালে সাধারণ নাগরিকরা করোনা চিকিৎসার জন্য যেতে পারবেন। এ ছাড়া, অক্সিজেন মজুত করা ও পরিবহণে কাজ করছে ভারতীয় সেনা|