ইতিমধ্যে একশো কোটি মানুষের টিকা করন হয়ে গেছে,ক্রমশ স্বাভাবিক হচ্ছে জনজীবন, খুলছে স্কুল এই পরিস্থিতিতে আবার উদ্বেগ বাড়িয়ে দিলো বাড়তে থাকা করোনা গ্রাফ|বৃহস্পতিবার দেশে দৈনিক করোনা আক্রান্তের ফের একলাফে বেড়ে দাঁড়াল ১১,৯১৯ জন । সুস্থ হয়েছেন ১১ হাজার ২৪২ জন। কোভিড মৃত্যুর সংখ্যা একলাফে ফের বেড়ে হল ৪৭০। আবারও দৈনিক সংক্রমণ ১২ হাজারের দোরগোড়ায়। উৎকণ্ঠা বাড়িয়ে বাড়ল দৈনিক কোভিড মৃত্যুও।তবে সুস্থতার হার আশা জনক বলে মনে করছেন চিকিৎসকরা|পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সরকার|