প্রিয়াঙ্কা চোপড়া ও পপ স্টার স্বামী নিক জোন্স বিবাহ বিচ্ছেদ নিয়ে আপাতত মশগুল বিনোদন জগৎ ,বিয়ের পরেই স্বামী নিক জোনাসের পদবী নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলিতে জুড়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রাম, টুইটারে তাঁর বায়োতে লেখা ছিল ‘প্রিয়ঙ্কা চোপড়া জোনাস’।
সোমবার আচমকাই প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম প্রোফাইলে বদলে গেল নাম। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস থেকে বাদ পড়ল ‘জোনাস’ পদবীটি। আর তারপরই ‘দেসি গার্ল’-এর বিবাহ বিচ্ছেদ নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর গুঞ্জন।এনিয়ে শুরু হয় গুজব|যদিও এখনো মুখে কুলুপ দুজনেরই তবে প্রিয়াঙ্কার মা বলেছেন সব মিথ্যে ভালোই আছেন এই তারকা দম্পতি|