শিশুদের ভ্যাকসিন কবে বাজারে আসবে এই নিয়ে নানা জল্পনার মাঝেই এলো সুখবর|এখনও পর্যন্ত ভারতের দুটি সংস্থা করোনা ভ্যাকসিন তৈরির জন্য লাইসেন্স পেয়েছে। দুটি সংস্থাই শীঘ্রই শিশুদের জন্য ভ্যাকসিন নিয়ে আসছে বলে জানিয়েছে।ওমিক্রন’ আতঙ্কের মাঝেই স্বস্তির বার্তা শোনালেন সেরাম কর্ণধার। আগামী ছয়মাসের মধ্যেই শিশুদের জন্য করোনা ভ্যাকসিন ‘কোভোভ্যাক্স’ আসছে।