হাঁদাভোদা, বাঁটুলকে রেখে গেলেন। স্রষ্টা বিদায় নিলেন। ৯৭ বছর বয়সে প্রয়াত প্রবীণ সাহিত্যিক-শিল্পী নারায়ণ দেবনাথ।
মঙ্গলবার থেকে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হল নারায়ণ দেবনাথের। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্যন্ত্রে সমস্যা হয় প্রবীণ কার্টুন শিল্পীর। সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসায় আর সাড়া দেননি নারায়ণ।অবশেষে চলে গেলেন না ফেরার দেশে|
রোজনামচা পরিবার তার আত্মার শান্তি কামনা করে