রাজ্যের চার পুরনিগমে ভোট শুরু হয়েছে। এর মধ্যে মধ্যে আসানসোলে বুথ রয়েছে ১ হাজার ১৮২টি।ভোটার সংখ্যা ৯ লক্ষ ৪২ হাজার ৮৮। আজ ভাগ্য নির্ধারণ করা হবে মোট ৪৩১ জন প্রার্থীর। বিজেপি প্রার্থী দিয়েছে ১০২টি আসনে। বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও রয়েছে আসানসোলে।
পুরভোটের আগেই আসানসোলে বহিরাগতদের নিয়ে জমায়েত করানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আটক হয় দুই বিজেপি প্রার্থী। আটক হন ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভাশিস দাস ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজিত্ মণ্ডল।