আজ মহাজাতি সদনে ছিলো আর্যভট্ট ফাউন্ডেশনের বার্ষিক সমাবর্তন অনুষ্টান,বাংলা তথা দেশের জ্যোতিষ জগতে মেগা ইভেন্ট|একদিকে ছিলো সনামধণ্য জ্যোতিষীডের বক্তৃতা অন্য দিকে নবাগত জ্যোতিষীদের উপাধি ও সার্টিফিকেট প্রদান|সব মিলিয়ে চাঁদের হাট বসেছিল বললে কম বলা হয়না, উনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিখ্যাত জ্যোতিষীরা, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সংস্থাপক আচার্য পন্ডিত অনিমেষ শাস্ত্রী মহাশয়|আগামী দিনে জ্যোতিষ শিক্ষা ও তার প্রসার নিয়ে তিনি তার সুচিন্তিত মতামত প্রদান করেন|সব মিলিয়ে আজকের সমাবর্তন অনুষ্ঠান নজর কাড়লো দেশের জ্যোতিষ মহলের|