উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড এর পাশাপাশি পঞ্জাব নির্বাচনে খুবই খারাপ ফল করেছে কংগ্রেস,ক্ষমতায় আসছে বিজেপি, পাঞ্জাবে অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে পরাজিত পঞ্জাব কংগ্রেসের মুখ্য নভজ্যোত সিং সিধু। ২০০৬ সাল থেকে পুরো বদলে গেল চিত্রনাট্য। তখন সিধুর হাতে ছিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর মঞ্চে নিজেকে প্রমাণ করছিলেন ভগবন্ত আর এবার মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন ভগবন্ত মান, তাঁর হাতে থাকবে ক্ষমতা আর নিজেকে প্রমাণ করতে ফের ময়দানে নামবেন সিধু।প্রসঙ্গত উল্লেখ করা যায় একটি কমেডি রিয়ালিটি শো তে প্রতিযোগি ছিলেন ভগবন্ত মান এবং বিচারকের আসনে ছিলেন সিধু|