আজ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির বিরুদ্ধে,প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে প্রথমে সি বি আইয়ের কাছে হাজির হওয়ার নির্দেশ দেন মহামান্য আদালত, নজির বিহীন ভাবে রায়ে জানানো হয় কোনো ভাবেই হাসপাতালে ভর্তি হয়ে হাজিরা এড়ানো যাবেনা|পরবর্তীতে অবশ্যই কিছুটা স্বস্তি মেলে পার্থ চ্যাটার্জির পক্ষের আইনজীবি দের কারন ডিভিশন বেঞ্চ এই রায়ের উপর স্টে অর্ডার দিয়েছে|আগামী দিনের নতুন কি রায় ঘোষণা হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল|