মেষ
শান্ত-উদ্বেগমুক্ত থাকুন।রাগান্নিত ও উত্তেজিত হওয়া উচিৎ নয়|
বৃষ
বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে।
মিথুন
আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কর্কট
আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন।
সিংহ
আপনার প্রি়য়জন একটু বিরক্তকর বলে মনে হবে- যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে।
কন্যা
কারো কারোর জন্য পেশাদারী উন্নতি ও আটকে থাকা অর্থ লাভ|
তুলা
আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন|স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি|
বৃশ্চিক
আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে নষ্ট করে দিবেন।
ধনু
আত্মীয়দের কারণে একটি মনমালিন্য হওয়া সম্ভব, কিন্তু সপ্তাহর শেষে সবকিছু সুন্দর ভাবে মিটে যাবে।
মকর
শিক্ষার্থীদের জন্য শুভ|অতিথির আগমন
কুম্ভ
শারীরিক সমস্যা থাকতে পারে|পারিবারিক অশান্তি হতে পারে|
মীন
ভ্রমণ এর সম্ভবনা রয়েছে|অশান্তি এড়িয়ে চলুন|