অনু গল্প
লেখক : পলাশ দাস
গৌরাঙ্গ বাবু আব্দুলের চায়ের দোকানে বড়ো একটা জাননা, তিনি ধর্ম মানেন, ছোঁয়া ছুঁই মানেন, কৃষ্ণ নাম আর সাত্ত্বিক জীবন যাপন করেন|তার ধারণা পাড়ার যত অশান্তির কারন ও আব্দুলের দোকান ওটা অপরাধীদের আস্তানা|
সেদিন রাতে অফিস থেকে ফিরতে বেশ রাত হয়ে গেলো গৌরাঙ্গ বাবুর|সঙ্গে অনেকগুলো টাকা|পরদিন বোনের বাড়ি যাবেন টাকা দিতে ভাগ্নির উপনয়ন|
ফাঁকা গলি দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ান গৌরাঙ্গ বাবু একটা দেশলাই কিনতে হবে|আব্দুলের দোকানই একমাত্র ভরসা|দেশলাই কিনে আবার হাঁটতে থাকেন গৌরাঙ্গ বাবু|হটাৎ দেখেন পিছু নিয়েছে আব্দুল|প্রথমে জোরে হাঁটা তারপর ছোটা শেষে হোঁচট খেয়ে পরে যান গৌরাঙ্গ বাবু|
উঠে দাঁড়ালেই সামনে আব্দুলকে দেখে ভয় পেয়ে যান গৌরাঙ্গ বাবু|আব্দুল একটি ব্যাগ তার দিকে এগিয়ে দেন|হাঁপাতে হাঁপাতে আব্দুল বলে ” দেশলাই কিনে ব্যাগটা বেঞ্চে রেখে দিয়েই তো চলে এলেন, এই নিন আপনার ব্যাগ “
লজ্জিত গৌরাঙ্গ বাবু মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে বলেন ” ধন্যবাদ আব্দুল ভাই “