সময়টা ভালো যাচ্ছেনা ক্ষমতাধীন সরকারের, সাম্প্রদায়িক হিংসার আগুন নিভতে না নিভতেই সেনায় নিয়োগ নিয়ে উত্তাল গোটা দেশে|উত্তাল ইউপি বিহার সহ বাংলাও|
গতকাল শিয়ালদাহ মেন লাইনে অবরোধ হয়েছিলো আজ জানা গিয়েছে
বেলা ১০টা ৫০ মিনিট নাগাদ শ্রীরামপুর স্টেশন সংলগ্ন রেলগেটের কাছে অবরোধ-বিক্ষোভে সামিল হন একদল ছাত্র-যুবরা। কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতা করেই আন্দোলনে সামিল হন তাঁরা। এই প্রকল্প বাতিলেরও দাবি জানান। তারপর রেললাইনের উপর দাঁড়িয়েই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনকারীরা। ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
পরিস্থিতির উপর নজর রেখে চলেছে রেল কতৃপক্ষ|