তখন ১৯৯৬ সাল| লর্ডসের মাঠে সৌরভ সেঞ্চুরিকে ঘিরে কলকাতায় তৈরি হয়েছিল উৎসবের মেজাজ|সেই নিয়ে শুরু হয়েছিলো একটি বাংলা ছবির কাজ|সেই প্রেক্ষাপটেই ছবির গল্প। এই ছবির হাত ধরে রাহুল ও প্রিয়াঙ্কার ছেলে সহজকে প্রথমবার পর্দায় দেখারও কথা ছিল।ছবির চিত্রনাট্য লিখে ফেলেছেন রাহুল|প্রযোজক রাণা সরকার|শুটিং বন্ধের বিষয়ে তিনি বলছেন ‘সৌরভ বলেছিলেন যে ছবির জন্য সেই সময়ের কিছু ফুটেজ আমাদের দেবেন কিন্তু এখন সেটা আমাদের জোগাড় করতে হবে। যা কার্যত অসম্ভব” তাই আপাতত বন্ধ ছবির শুটিং|