আজ জামিনের শুনানি ছিলো ব্যাংকসাল আদালতে জামিন চেয়ে পার্থ চ্যাটার্জী এদিন বলেন, ‘আমার শরীর দিচ্ছে না, সব কেস একসঙ্গে আনা হচ্ছে। কিছুই পাওয়া গেল না, তাও এরকমভাবে চাপ দেওয়া হয়েছে।ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চলছে, আমাকে বাঁচতে দিন’। পাশাপাশি এদিন আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, দলের সঙ্গে আছি, একশোবার আছি।” তবে নাকচ হয়েছে আবেদন আপাতত 14 নভেম্বর অবধি জেলেই থাকবেন তিনি|