নিয়োগ দদুর্নীতি মামলায় ইতিমধ্যে বহু নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অশোক সাহা, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য।পরেশ অধিকারীকেও গ্রেপ্তারির দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের মতোই ওনাকে জেলে রাখা উচিত। উনিও একই অপরাধ করেছেন। তাহলে বাইরে থাকবেন কেন?”তার মন্তব্য নিয়ে বিস্তর শোরগল দেখা দিয়েছে রাজনৈতিক মহলে ও মিডিয়ায়