শীতের মরসুমি ফুল ফল হোক বা বর্ষার আর্দ্র পরিবেশ, পোকামাকড়ের দৌরাত্ম্য মাঝে মাঝেই বাড়ে। এরা নতুন পাতার রস খেতেও গাছে জড়ো হয়। ছোট পিঁপড়ে থেকে শুরু করে এক ধরনের সাদা পোকাও লেগে যেতে পারে গাছে। তাই বর্ষার শুরু থেকেই কীটনাশকের ব্যবহার শুরু করতে হবে।শীতে নতুন মরশুমি গাছ লাগানোর পরেও কীটনাশক দেয়া যেতে পারে কিছু ক্ষেত্রে|
প্রাকৃতিক কীটনাশক হিসেবে নিম তেল, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন গাছের গোড়ায় বা পোকা লাগা অংশে। এতেও কাজ না হলে রাসায়নিক কীটনাশকের শরণাপন্ন হতে হবে।