শেষ মেশ বাগদান টা সেরেই ফেললেন আমির খানের কন্যা তবে ডিপনেক লাল গাউনে উন্মুক্ত বক্ষবিভাজিকা সহ তার ছবি মিডিয়ায় ভাইরাল হওয়ায় নেটিজেনরা মনে করছেন এই পোশাকে মোটেই কমফোর্টেবল নন আমির কন্যা। কটাক্ষ করে নেটবাসীরা মন্তব্য করেছেন, “সুইমিং কস্টিউম পরেই তো বাগদানটা সেরে ফেলতে পারতেন”।আগেই জন্মদিনের কেক বিকিনিতে কেটে বিতর্কে জড়িয়েছিলেন আমির কন্যা ইরা খান|