যদিও অঘটনের বিশ্বকাপ বলা হচ্ছে কাতার বিশ্বকাপকে তবে পর্তুগাল ঘানা ম্যাচ কিন্তু প্রত্যাশা মতোই শেষ হলো|পেনাল্টি থেকে গোল করলেন রোনাল্ডো যদিও গোল শোধ করে সমতা ফেরানো ঘানা অধিনায়ক|তারপর আরো দুই গোল করে পর্তুগাল শেষের দিকে আরো একটি গোল শোধ করে ঘানা|হারলেও ভালো লড়াই করলো ঘানা|