শনিবার সকাল সাড়ে ১১টার কিছু পরে মহাকাশের দিকে রওনা হয় PSLV-C54 রকেটটি। ISRO সূত্রে খবর, পৃথিবীর কক্ষপথে ওই স্যাটেলাইটগুলিকে সফলভাবে স্থাপন করতে রকেটটির সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চলা মিশনগুলির মধ্যে এটি দীর্ঘতম বলেও জানা গিয়েছে।নিজেদের পাশাপাশি প্রতিবেশী দেশ ভুটানের একটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারত।ঘূর্ণিঝর সহ অন্যান্য প্রকৃতিক দুর্যোগের খবর পাওয়া এখন আরো সহজ হবে|