পিছিড়ে বর্গ মোর্চার ডাকে আগামীকাল ভারত বন্ধের ডাক দেয়া হয়েছে মূলত NRC-র বিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এই ভারত বনধ। পাশাপাশি OBC সম্প্রদায়ভুক্তদের ৫২ শতাংশ সংরক্ষণের দাবী, থাকছে, কেবলমাত্র সংরক্ষণই নয়, ইভিএম মেশিনের বিরোধিতা, শ্রমিকদের বিরুদ্ধে আইন, সরকারি কর্মচারিদের জন্য পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবি, ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে ভারত বন্ধের ডাক দেয়া হয়েছে|কতোটা প্রভাব ফেলে এই বন্ধ সেটাই এখন প্রশ্ন|