তুরস্ক এর ওকে স্বঘোষিত ধর্ম গুরু ছিলেন আদনান ওক্তার। বয়স ৬৬। তিনি হারুণ ইয়াইয়া নামেও পরিচিত। তুরস্কের এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। ইস্তানবুলের ফৌজদারি আদালততে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আসার পরে তল্লাশিতে পাওয়া যায় ধর্ম গুরুর ডেরা থেকে উদ্ধার হাজারের বেশী নারী, অসংখ্য গর্ভনিরোধক|ওক্তার এবং তাঁর ১৩ সহযোগীকে সাড়ে ৮ হাজার বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে সম্প্রতি তুরস্ক এর আদলত।