সামনের পঞ্চায়েত নির্বাচন জিততে মরিয়া তৃণমূল, বাড়তি গুরুত্ব দেয়া হচ্ছে বীরভূমকে ওদিকে গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর কেটে গিয়েছে ১০০ দিনেরও বেশি। আপাতত জেল হেফাজতে রয়েছেন বীরভূমের বেতাজ বাদশা।আজ জামিন সহ কলকাতায় রাখার দাবীতে হাইকোর্ট এর দ্বারস্থ অনুব্রতর আইনজীবীরা|ইডি আইনজীবীর পাল্টা দাবি, অনুব্রতকে কলকাতায় জেরা করা হোক বা দিল্লিতে বিষয়টা তো একই। তবে এই বিষয়ে কর্ণপাত না করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মন্ডল।কি রায় দেয় আদালত সেটাই দেখার অপেক্ষায় দুপক্ষ|