আরো একবার আয়বাক শহর কেঁপে উঠলো বোমা বিস্ফোরনে আজ একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে অন্তত ১৫ জন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ২৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের অন্তর্দেশীয় মন্ত্রী আবদুল নফি তাকোর বিস্ফোরণের কথা স্বীকার করে নিয়েছেন । তবে এটি আত্মঘাতী হামলা নাকি অন্য কোনওভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।তারজন্য আরো তদন্ত প্রয়োজন|শুরু হয়েছে তদন্ত|