অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি দেওয়া হয়েছে ইডি কে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সোমবারই দিল্লির বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছিল |আজ সেই রাস্তা কিছুটা কঠিন হয়ে পড়লো আইনি জটিলতায়|রাজ্য পুলিশের তরফ থেকে নতুন করে একটি পুরনো মামলায় এদিন গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। তাঁকে সাতদিনের পুলিশি হেফাজত দেওয়া হয়।মনে করা হচ্ছে তার দিল্লী যাত্রা আটকাতে এই পদক্ষেপ|প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ সালে দল বদলানোর চেষ্টা করায় এক তৃণমূল কর্মীর গলা টিপে ধরে হুমকি দেওয়ার অভিযোগ ছিলো এবং সেই মামলা কেই ঢাল হিসেবে ব্যবহার করা হলো আইনি রনকৌশল হিসেবে|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here