পাকিস্তান ক্রমশঃ আর্থিক ভাবে দেউলিয়া হওয়ার পথে এগোচ্ছে|নিত্য পণ্যর দাম আকাশ ছুঁয়েছে আগেই এবার ধার দেনায় ডুবতে বসেছে দেশ|পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন , “পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া সত্ত্বেও বিভিন্ন দেশের কাছে গিয়ে ঋণ চাইতে হচ্ছে। ‘বন্ধু’ রাষ্ট্রগুলির থেকে এভাবে হাত পেতে টাকা নিতে লজ্জা করে। কিন্তু বর্তমান আর্থিক অবস্থায় এটা ছাড়া অন্য কোনও উপায় নেই।”ভারতের সাথে যুদ্ধর প্রসঙ্গ টেনে তিনি আরো বলেছেন,  “আমরা ভারতের সঙ্গে তিন-তিনটি যুদ্ধে লড়েছি। এই যুদ্ধ অতিরিক্ত দুর্ভাগ্য, দারিদ্র আর বেকারত্ব নিয়ে এসেছে। আমরা এর থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছি। আমরা শান্তিতে থাকতে চাই। কিন্তু তার জন্য আমাদের প্রকৃত সমস্যাগুলির সমাধান করতে হবে।” এখনো এবিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here