জল্পনা ছিলো তাকে হয়তো সরানো হতে পারে কিন্তু তা হলোনা|আপাতত নাড্ডাতেই আস্থা রাখলো পদ্ম শিবির|২০২৪ সালে আবার লোকসভা ভোট|২০২৪ এর জুন অবধি বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকছেন জেপি নাড্ডা|দলের কার্যকরী কমিটির সদস্যরা নাড্ডাকেই সমর্থন করেছেন|বৈঠক শেষে শাহ বলেছেন, ‘‌আমরা আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে ২০২৪ এর লোকসভা নির্বাচনে ২০১৯ এর থেকেও ভাল ফল করবে বিজেপি।’‌ দলের কর্মীরাও খুশি এই সিদ্ধান্ততে|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here