বইমেলায় প্রকাশিত হবে ‘একেনবাবু’র ষষ্ঠ খণ্ড। তার জন্যই সুদূর নিউ জার্সি থেকে কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন সুজন দাশগুপ্ত।আজ তার গল্ফগ্রিনের ফ্ল্যাটে উদ্ধার হয়েছে লেখকের নিথর দেহ|প্রাথমিক ভাবে রহস্য জনক অস্বাভাবিক মৃত্যুর কথাই মনে হয়েছিলো তবে ময়না তদন্তের পর বোঝা যায় আসল সত্য|
ময়না তদন্তের প্রাথমিক এই রিপোর্টে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই সুজন দাশগুপ্তর মৃত্যু হয়েছে। তার মুখে রক্তের দাগও দেখা গিয়েছে বলে খবর। কিন্তু তা কী কারণে, সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।সুজন দাসগুপ্তর মৃত্যুতে শোকস্তব্ধ সহিত থেকে সিনেমা জগৎ|