বঙ্গোপ সাগরে ভাসমান বিলাসবহুল আরভি কালওয়া পান্ডওয়া নামের ক্রুজ কাকদ্বীপের কাছেই আক্রান্ত হলো একদল দুষ্কৃতীর হাতে|লট নম্বর আট ও সাগরের কচুবেড়িয়ার মাঝামাঝি মুড়িগঙ্গা নদীতে অবস্থান করার সময় কিছু দুষ্কৃতী এই ক্রুজে উঠে লুঠপাট চালায় বলে অভিযোগ। ঘটনার সময় ওই ক্রুজে ১৮ জন মহিলা সহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন|বিষয়টি নিয়ে তদন্ত করছে রাজ্য পুলিশ|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here