মধ্যপ্রদেশেও দুর্ঘটনার কবলে বায়ুসেনার  দুটি বিমান। মোরেনায় ভেঙে পড়েছে সুখোই ৩০  ও মিরাজ ২০০০ অন্যদিকে একইদিনে রাজস্থানের ভরতপুরে আচমকা ভেঙে পড়ল বায়ুসেনার একটি চার্টার্ড বিমানসব মিলিয়ে একসাথে একই দিনে বায়ুসেনার এতগুলো বিমান দেশের বিভিন্ন প্রান্তে ভেঙে পরা বেশ বিরল ঘটনা|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here