সমুদ্র ভালো লাগে? দীঘা বকখালি মন্দারমণি গিয়ে গিয়ে ক্লান্ত? দিঘা থেকে মাত্র ১ ঘণ্টা দূরত্বে অবস্থিত দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত। আর মন্দিরমণি থেকে মাত্র ১১ কিলোমিটার দূরত্বে এই সমুদ্র সৈকত।

মন্দারমণির খুব কাছেই এই সমুদ্র সৈকত অবস্থিত, তাই খুব একটা আলাদা লাগবেনা সমুদ্র|এখানকার সমুদ্র সৈকত খুব শান্ত। দিঘার কোলাহলের রেশটুকুও নেই| ক্যাম্প ফায়ারের সুযোগও রয়েছে। আতিথেয়তার জন্য বারবিকিউয়ের সুযোগও রয়েছে দায়িত্বে আছে একটি ট্রাভেল কোম্পানি|

এখানকার মূল আকর্ষণ শান্ত সৈকত, উন্মুক্ত সৈকত আর সবুজ প্রকৃতি|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here