বিশ্বভারতীর জমি দখলের অভিযোগ ওঠার পর থেকেই অমর্ত সেনের সঙ্গে সংঘাত চলছে কেন্দ্র সরকারের তার মধ্যেই মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন অমর্ত সেন এবার আরো একধাপ এগিয়ে অর্থনীতিবিদ অর্মত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদকে ‘জ়েড প্লাস’ নিরাপত্তার ঘোষণা করলেন তিনি। নিরাপত্তায় গাফেলতির জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকেও কার্যত ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী|