নিজের সেলফি মুঠোফোনে বন্দী করেননি এমন মানুষ কমই আছেন তবে শুধু মানুষ নয় এবার সেলফি প্রেমীদের লিস্টে নাম লেখালো এক ভাল্লুক নানা অঙ্গভঙ্গিতে ভাল্লুকের সেলফি দেখে হেসে লুটোপুটি খেয়েছেন নেটিজেনরা। বণ্যপ্রাণীর অভিব্যক্তি দেখেও অবাক পশুপ্রেমীরা। ঘটনাটি ঘটেছে কলোরাডোর বুলডার জঙ্গলে।বন্যপ্রাণীদের পর্যবেক্ষণ করার জন্য ব্যবহার কর হছিলো ক্যামেরা । আর সেই ক্যামেরাতে ওঠা ৫৮০ টা ছবির মধ্যে ৪০০টা ছিল ভাল্লুকের প্রতিটি ছবি ভাল্লুকটি সেলফি তোলার কায়দায় তুলেছে যা ইতিমধ্যে বেশ ভাইরাল হয়েছে|